I am an Indiblogger

Wednesday 10 October 2018

সমর্পণ

পাহাড় চূড়ায় ঘর বেঁধেছি তোমায় একলা পাবো বলে,
চলতে গিয়ে থমকে দাঁড়াই তোমার সঙ্গে যাবো বলে। 
চারিপাশের বন্ধ দুয়ার খুলে যদি দাঁড়াই আবার চাইবো 
তুমি পাশে থাকো তোমার সঙ্গ চাই বলে।  
হাজার আলোর মহল ছেড়ে তারায় মোড়া আকাশটিরে 
করতে চাই আবার আপন, সে শুধু তোমার প্রিয় বলে।  




পাহাড় চূড়ায় ঘর বেঁধেছি তোমায় একলা পাবো বলে,
চলতে গিয়ে থমকে দাঁড়াই তোমার সঙ্গে যাবো বলে। 
এমনি করেই চাই যদি রোজ তোমায় করে নিতে আপন 
পাবো  ফিরে সেই  তোমাকে, আঁধার কালো হলে ?
মনের মাঝে প্রশ্ন যত  ভুলে থাকি অবিরত 
চেনা তোমায় বানায় যে পর সে ভয়ে ভীত বলে।  
 

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Khub valo laglo j apni amar lekha pore6en. R ei guidance gulo o khub dorkari eguloi patheyo. Dhonnobad apnake.

      Delete
  3. প্রথম স্তবকের থেকে দ্বিতীয় স্তবক অনেক সুগঠিত ও সুলালিত। কবি যদি আরও ভাবনা-চিন্তা করে ছন্দোমিল বজায় রাখেন...ভালো লাগবে। বিষয়ের গভীরতা নিয়ে কোন প্রশ্ন নেই।।

    ReplyDelete
    Replies
    1. Toke r thank you bolbona... Valo laglo j tui porechis. :)

      Delete