জাগৃতি রায়
নিঃশব্দ আর্তনাদে মেতে উঠছে শহর |
শুধু শহর নয়, সর্বত্র এ যন্ত্রণা প্রখর |
শৈশব থেতলে দেওয়া মানুষের আর্তচিৎকার
শব্দের যাত্রাপথের পাকদন্ডী পেরিয়ে শুনছেন কি ঈশ্বর?
যখন প্রাচীন যন্ত্রনার বিস্ফোরণে ধ্বনিত চতুর্দিক,
আমরা নির্লজ্জ আঙুল তুলছি তাদেরই দিকে!
তুমি একপেশে, তুমি চোর, তুমি বিদ্বেষী!
পরাস্ত করতে চাইছি দীর্ঘ সময় জমিয়ে রাখা আগুন |
কিন্তু, এ আগুন নেভার নয়, সে জ্বলবে |
জ্বালিয়ে দিয়ে বদলা নেবে সব ভর্ৎসনার |
অপাঙতেয় সেই মানুষগুলো ঘুড়ে দাঁড়াবেই,
জবাব দেবে সব অপমান আর যন্ত্রনার |
No comments:
Post a Comment