I am an Indiblogger

Saturday, 20 October 2018

Puppet

My soft skin get wounded and stressed,
but I fail to protest every time.
My lips are stitched in such a way that shows a smile
and not allowed to get puckered. 

My adorable soft colorful hands get scratched
but I fail to protest every time. 
Just because it's your show in which I work
you keep pulling the strings that are attached. 


My eyes, those cheerful eyes get drenched.
Not in tears of pain but due to strain,
but I fail to close them in that time too.
It reminds me those dreadful outcomes that I faced.

My soft colorful clothes are getting torn.
My cheerful smile and shine are fading away.
But I have to keep my mouth shut anyway,
as not my pain but my smiles are adorned. 

Wednesday, 10 October 2018

সমর্পণ

পাহাড় চূড়ায় ঘর বেঁধেছি তোমায় একলা পাবো বলে,
চলতে গিয়ে থমকে দাঁড়াই তোমার সঙ্গে যাবো বলে। 
চারিপাশের বন্ধ দুয়ার খুলে যদি দাঁড়াই আবার চাইবো 
তুমি পাশে থাকো তোমার সঙ্গ চাই বলে।  
হাজার আলোর মহল ছেড়ে তারায় মোড়া আকাশটিরে 
করতে চাই আবার আপন, সে শুধু তোমার প্রিয় বলে।  




পাহাড় চূড়ায় ঘর বেঁধেছি তোমায় একলা পাবো বলে,
চলতে গিয়ে থমকে দাঁড়াই তোমার সঙ্গে যাবো বলে। 
এমনি করেই চাই যদি রোজ তোমায় করে নিতে আপন 
পাবো  ফিরে সেই  তোমাকে, আঁধার কালো হলে ?
মনের মাঝে প্রশ্ন যত  ভুলে থাকি অবিরত 
চেনা তোমায় বানায় যে পর সে ভয়ে ভীত বলে।